বায়ুমণ্ডলে ওজোন সৃষ্টি করেছে কী?

বায়ুমণ্ডলের অক্সিজেন (O) সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে অক্সিজেন পরমাণুতে (০) ভেঙে যায় এবং অক্সিজেন পরমাণুর সঙ্গে অক্সিজেন অণুর (O₂) রাসায়নিক সংযোগে ওজোন উৎপন্ন হয়।

 

► বিক্রিয়া (Reactions):

 

① একটি অক্সিজেন অণু (০₂) অতিবেগুনি রশ্মি দুটি অক্সিজেন পরমাণু (0 + 0)

 

② একটি অক্সিজেন অণু (O₂)+ একটি অক্সিজেন পরমাণু (O) \rightarrow ওজোন অণু (O₂)

 

◉ বায়ুমণ্ডলে ওজোন স্তর (Ozone layer in the atmosphere): 

 

ভূপষ্ঠের ওপরে 10 থেকে 35 কিলোমিটার অঞ্চল পর্যন্ত বায়ুমন্ডলে ওজোন স্তর বিস্তৃত। এই স্তরটি একটি ফাঁপা গোলকের মতো পৃথিবীকে আবৃত করে রেখেছে। মানুষ সহ সমগ্র জীবজগৎ-এর ওপর এই স্তরের একটি বিশেষ ভূমিকা আছে। এই স্তরে ওজোনের ঘনত্ব সাধারণ অক্সিজেনের প্রায় এক লক্ষ গুণ বেশি। এই উচ্চতার ওপরে এবং নীচে ওজোন অবশ্য বিভিন্ন মাত্রায় রয়েছে।

 

বায়ুমন্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে ওজোন সবসময়েই উৎপন্ন হচ্ছে, আবার ধ্বংসও হচ্ছে। এই সৃষ্টি ও ধ্বংসের মধ্যে মোটামুটি একটি সাম্য অবস্থা বিরাজ করছে। এখন এই সাম্য অবস্থায় থাকা ওজোনের পরিমাণ যদি হঠাৎ কমে যায়, তবে UV রশ্মি বা অতিবেগুনি রশ্মি বেশি পরিমাণে ভূপৃষ্ঠে আপতিত হবে এবং তার ক্ষতিকর প্রভাব বৃদ্ধি পাবে।

Post Comment

You May Have Missed