প্রোক্যারিওটিক কোষের বিভিন্ন অংশের সারণি

প্রোক্যারিওটিক কোশের বিভিন্ন অংশের সারণি (Summary of different parts of Prokaryotic cell):

 

অংশ পরিচিতি কাজ
কোশপ্রাচীর  কোশের বাইরে অবস্থিত জড় প্রাচীর, যা প্রধানত পেপটাইডোগ্লাইক্যান দিয়ে গঠিত। কোশের সজীব অংশকে রক্ষা করা এর প্রধান কাজ। নীলাভ-সবুজ শৈবালের কোশপ্রাচীর কোশকে জলে ভাসমান রাখে।
কোশপর্দা  এটি কোশপ্রাচীর ও প্রোটোপ্লাজমের মাঝখানে অবস্থিত লাইপো-প্রোটিন নির্মিত ত্রিস্তরীয় একক পর্দাবিশেষ। কোশপর্দা প্রভেদক ভেদ্য পর্দারূপে কাজ করে এবং শ্বসনে সাহায্য করে।
সাইটোপ্লাজম এটি কোশপর্দা ও নিউক্লীয় বস্তুর মাঝখানে অবস্থিত অর্ধতরল ও জেলির মতো পদার্থ বিশেষ।  এটি কোশ অঙ্গাণু ও বিভিন্ন বস্তুর ধাত্ররূপে কাজ করে। 
রাইবোজোম রাইবোজোমগুলি সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে থাকে। এরা 705 প্রকৃতির এবং রাইবো- নিউক্লিও-প্রোটিন দ্বারা গঠিত। প্রোটিন সংশ্লেষ করা এদের প্রধান কাজ।
মেসোজম সাইটোপ্লাজমের পরিধির দিকে কোশপর্দা সংলগ্নভাবে যে কুণ্ডলীকৃত পর্দার মতো বস্তু থাকে তাদের মেসোজোম বলে। কোশপ্রাচীর সৃষ্টি করা এবং শাসনে অংশগ্রহণ কর এর বিশেষ কাজ।
থাইলাক্য়েড বা লেমেলি এরা সালোকসংশ্লেষীয় ব্যাকটেরিয়া এবং নীলাভ- সবুজ শৈবালের সাইটোপ্লাজমে থাকে। এরা একক পর্দাবেষ্টিত অঙ্গাণুবিশেষ। এদের মধ্যে সবুজ রঞ্জক থাকে। সালোকসংশ্লেষে সাহায্য করা।
নিউক্লীয়ওয়েড বা নিউক্লীয় বস্তু  নিউক্লীয় বস্তু আংটির মতো দ্বিতন্ত্রী DNA তন্ডু দিয়ে গঠিত। নীলাভ-সবুজ শৈবালে এটি ছোটো ছোটো DNA দিয়ে গঠিত। বংশগত বৈশিষ্ট্যের স্যারণ ও পরিস্ফুটন ঘটা নিউক্লীয় বস্তুর প্রধান কাজ।
RNA সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে অবস্থান করে এবং অনেক সময় পলিরাইবোজোম গঠন করে। প্রোটিন সংশ্লেষে সাহায্য করে।

 

Post Comment

You May Have Missed