প্রোক্যারিওটিক কোষের বিভিন্ন অংশের সারণি
প্রোক্যারিওটিক কোশের বিভিন্ন অংশের সারণি (Summary of different parts of Prokaryotic cell):
অংশ | পরিচিতি | কাজ |
কোশপ্রাচীর | কোশের বাইরে অবস্থিত জড় প্রাচীর, যা প্রধানত পেপটাইডোগ্লাইক্যান দিয়ে গঠিত। | কোশের সজীব অংশকে রক্ষা করা এর প্রধান কাজ। নীলাভ-সবুজ শৈবালের কোশপ্রাচীর কোশকে জলে ভাসমান রাখে। |
কোশপর্দা | এটি কোশপ্রাচীর ও প্রোটোপ্লাজমের মাঝখানে অবস্থিত লাইপো-প্রোটিন নির্মিত ত্রিস্তরীয় একক পর্দাবিশেষ। | কোশপর্দা প্রভেদক ভেদ্য পর্দারূপে কাজ করে এবং শ্বসনে সাহায্য করে। |
সাইটোপ্লাজম | এটি কোশপর্দা ও নিউক্লীয় বস্তুর মাঝখানে অবস্থিত অর্ধতরল ও জেলির মতো পদার্থ বিশেষ। | এটি কোশ অঙ্গাণু ও বিভিন্ন বস্তুর ধাত্ররূপে কাজ করে। |
রাইবোজোম | রাইবোজোমগুলি সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে থাকে। এরা 705 প্রকৃতির এবং রাইবো- নিউক্লিও-প্রোটিন দ্বারা গঠিত। | প্রোটিন সংশ্লেষ করা এদের প্রধান কাজ। |
মেসোজম | সাইটোপ্লাজমের পরিধির দিকে কোশপর্দা সংলগ্নভাবে যে কুণ্ডলীকৃত পর্দার মতো বস্তু থাকে তাদের মেসোজোম বলে। | কোশপ্রাচীর সৃষ্টি করা এবং শাসনে অংশগ্রহণ কর এর বিশেষ কাজ। |
থাইলাক্য়েড বা লেমেলি | এরা সালোকসংশ্লেষীয় ব্যাকটেরিয়া এবং নীলাভ- সবুজ শৈবালের সাইটোপ্লাজমে থাকে। এরা একক পর্দাবেষ্টিত অঙ্গাণুবিশেষ। এদের মধ্যে সবুজ রঞ্জক থাকে। | সালোকসংশ্লেষে সাহায্য করা। |
নিউক্লীয়ওয়েড বা নিউক্লীয় বস্তু | নিউক্লীয় বস্তু আংটির মতো দ্বিতন্ত্রী DNA তন্ডু দিয়ে গঠিত। নীলাভ-সবুজ শৈবালে এটি ছোটো ছোটো DNA দিয়ে গঠিত। | বংশগত বৈশিষ্ট্যের স্যারণ ও পরিস্ফুটন ঘটা নিউক্লীয় বস্তুর প্রধান কাজ। |
RNA | সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে অবস্থান করে এবং অনেক সময় পলিরাইবোজোম গঠন করে। | প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। |
Post Comment