মাইক্রোপ্লাজমা ও ব্যাকটেরিয়ার পার্থক্য লেখ

মাইকোপ্লাজমা ও ব্যাকটেরিয়ার পার্থক্য (Differences between Mycoplasma and Bacteria):

 

মাইকোপ্লাজমা  ব্যাকটেরিয়া
1. এরা ব্যাকটেরিয়া ফিলটারে পরিযুত হয়। 1. এরা ব্যাকটেরিয়া ফিলটারে পরিপুর হয় না।
2. এর পর অমৃতজীবী। 2. এরা স্বভোজী এবং পরভোজী।
3. এদের বোশপ্রাচীর থাকে না। 3. এদের কোশপ্রাচীর থাকে।
4. এদের দেহের আকার পরিবর্তনশীল। 4. এদের দেহের আকার পরিবর্তনশীল নয়।
5. এদের সাইটোপ্লাজমে মেসোজোম থাকে না। 5. এদের সাইটোপ্লাজমে মেসোজোম থাকে।
6. এদের দেহকোণে সালোকসংশ্লেষীয় রত্নক অনুপনির। 6. কয়েকটি স্বভোজী তাকটেরিয়ার দেহে সালোকসংশ্রেণীর বস্তুক থাকে।

 

Post Comment

You May Have Missed