প্লিউরোনিউমোনিয়া সদৃশ জীব বা মাইক্রোপ্লাজমা সম্পর্কে আলোচনা কর
প্লিউরোনিউমোনিয়া সদৃশ জীব বা মাইকোপ্লাজমা (Pleuropneumonia like Organism (PPLO) or Myco
plasma): মাইকোপ্লাজমা বা PPLO ব্যাকটেরিয়ার মতো একধরনের জীব, এদের কোশে কোশপ্রাচীর ও মেসোজোম থাকে না। কোশের ব্যাস 150-300 nm পর্যন্ত হয়। কোশটি একক পর্দাবেষ্টিত থাকে। কোশের সাইটোপ্লাজমে রাইবোজোম দানা এবং বিভিন্ন রকমের উৎসেচক থাকে। যারা প্রোটিন সংশ্লেষে এবং ATP সাংগ্রেসে অংশগ্রহণ করে। এদের কোশে নিউক্লিয়াসের পরিবর্তে একটিমাত্র আংটির মধ্যে। DNA অণু থাকে। সাইটোপ্লাজমে রাইবোজোম বানা থাকে। এদের কয়েখাট্ট প্রজাতি মানবদেহে প্লিটবোনিউমোনিয়া রোগ সৃত্তি করে। মাইকোপ্লাজমা গ্যালিসেপটিকাম (Mycoplasma galliurptiom) (0.25 ব্যাবিশিষ্ট এর মাইকোপ্লাজমা লেডলাই (M. laidlawii) (1) ব্যাবিশিত) জীবজগতের অন্তর্গত সবচেয়ে ক্ষুদ্রতম জীব। মাইকোপ্লাজমা দ্বি-বিভাজন প্রক্রিয়ায় পুনরুৎপাদিত হয়। এরা গ্রাম নেগেটিও জীব।
Post Comment