গঠন অনুযায়ী ব্যাকটেরিয়া এবং নীলাভ সবুজ শৈবালের পার্থক্য লেখ

 

গঠন অনুযায়ী ব্যাকটেরিয়া এবং নীলাভ-সবুজ শৈবালের পার্থক্য (Differences between Bacteria and Blue- Green Algae from Structural View Point):

 

ব্যাকটেরিয়া নীলাভ সবুজ শৈবাল
1. স্নাইম স্তর শস্ত ও দৃঢ় প্রকৃতির এবং ক্যাপসুল গঠনে সাহায্য করে। 1. স্নাইম স্তর মিউসিলেজ বা জিলাটিনের আবরণ গঠনে সাহায্য করে।
2. ব্যাকটেরিয়ার কোশপ্রাচীর প্রধানত মিউকোপেপটাইড দিয়ে 2 গঠিত। 2. নীলাভ-সবুজ শৈবালের কোশপ্রাচীর প্রধানত সেলুলোজ দিয়ে গঠিত।
3. এদের কোশপ্রাচীর অপেক্ষাকৃত পুরু। 3. এদের কোশপ্রাচীর অপেক্ষাকৃত পাতলা।
4. সাইটোপ্লাজমে সাধারণত রঞ্জক পদার্থ থাকে না। (ব্যতিক্রম- সালোকসংশ্লেষকারী ব্যাকটেরিয়া)। 4. ক্রোমোপ্লাজমে বিভিন্ন রকমের রঞ্জক পদার্থ থাকে।
5. মেসোজোম থাকে। 5. মেসোজোম থাকে না।
6. ব্যাকটেরিয়ার DNA-টি দ্বিতন্ত্রী এবং গোলাকার। এই প্রকার দ্বিতন্ত্রী DNA-তে প্রোটিন অণুর দ্বারা পরিবেষ্টিত RNA-র একটি কেন্দ্রীয় মজ্জা উপস্থিত। 6. এক্ষেত্রে DNA সেন্ট্রোপ্লাজমে উপস্থিত অসংখ্য অংশুগুলি (fibrils)-র মধ্যে নিহিত থাকে।

 

Post Comment

You May Have Missed