অম্ল বৃষ্টির নিয়ন্ত্রণ (Regulation of acid rain):
(i) বিভিন্ন উৎস থেকে S*O_{2} এবং (NO)x এর নিঃসরণ কমাতে হবে। (ii) কল-কারখানা থেকে নির্গত গ্যাসকে স্ক্যাবারের সাহায্যে অ্যাসিডে পরিণত করতে হবে যাতে ওই গ্যাসগুলি পরিবেশে মিশ্রিত হয়ে অম্লবৃষ্টির কারণ না হয়ে উঠতে পারে।
(ii) জ্বালানি দহন কমিয়ে ফেলে বিকল্প শক্তি (সৌর শক্তি, বায়ুশক্তি প্রভৃতি) ব্যবহার করা উচিত। (iv) অটো মোবাইল ইঞ্জিনে দূষণ প্রতিরোধক ব্যবস্থা থাকা উচিত। (v) পর্যাপ্ত পরিমাণে বনসৃজন করা উচিত। (vi) গৃহে বিদ্যুতের ব্যবহার কমিয়ে দিলে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ও কয়লা জাতীয় জ্বালানির দহন কম হবে।
■ ওজোন কী? (What is Ozone or 03?):
ওজোন হল হালকা নীলাভ, আঁশটে গন্ধযুক্ত এক বিশেষ প্রকারের গ্যাস। একটি ওজোন অণুর মধ্যে তিনটি অক্সিজেন পরমাণু বর্তমান। এর সংকেত ০₂। তরল ওজোনের স্ফুটনাঙ্ক-112.4°C এবং কঠিন ওজোনের গলনাঙ্ক -249.7°C)
Post Comment