ডিফরেস্টেশন বা অরণ্য ধ্বংস [Deforestation] এর কারণ (Causes) এবং প্রভাব (Effects) আলোচনা করো
অরণ্য বা বনাঞ্চল ধ্বংস করাকে ডিফরেস্টেশন বলে। 1990 খ্রিস্টাব্দে বনাঞ্চলের পরিধি ছিল 7000 মিলিয়ন হেক্টর (ha)। 2000 খ্রিস্টাব্দে কমে গিয়ে দাঁড়ায় 2000 মিলিয়ন হেক্টর। অরণ্য ধ্বংস সবচেয়ে বেশি ঘটেছে ভারতবর্ষে। ভারতে 1930 খ্রিস্টাব্দে তা 20.64% হ্রাস পেয়েছে। মোট ভূমির অংশ বন ছিল। 2003 খ্রিস্টাব্দে তা 20.64% হ্রাস পেয়েছে।
■ কারণ (Causes):
① কৃষিক্ষেত্র (Agriculture): কৃষিক্ষেত্রে সম্প্রসারণ ঘটায় বনাঞ্চল ধ্বংস হচ্ছে।
② বসতি (Habitat): জনসংখ্যা ব্যাপক হারে বেড়ে যাওয়ায় তাদের বসতি স্থাপনের জন্য বনাঞ্চলের পরিমাণ হ্রাস পাচ্ছে।
③ শিল্প স্থাপন (Establishment of Industry) : বিভিন্ন কলকারখানা স্থাপনের জন্য বনাঞ্চলের পরিমাণ হ্রাস পাচ্ছে।
④ চারণভূমি (Grazing area): ভারতে প্রায় 500 মিলিয়ন লাইভ স্টক (live stock) আছে তাদের জন্য মাত্র 13 মিলিয়ন হেক্টর চারণভূমি রয়েছে। চারণভূমির পরিমাণ বাড়ানোর জন্য বনাঞ্চলের পরিমাণ হ্রাস পাচ্ছে।
⑤ জ্বালানি কাঠ (Fire wood): বহু মানুষ বৃক্ষ ছেদন করে জ্বালানি কাঠ সংগ্রহ করছে, ফলে বনে গাছের পরিমাণ হ্রাস পাচ্ছে।
⑥ গৃহনির্মাণ কাঠ (Timber): ঘরের বিভিন্ন আসবাব পত্র তৈরি, ঘরের কাঠামো, রেল লাইনের স্লিপার ইত্যাদি তৈরির জন্য শাল, সেগুন, অর্জুন,
শিরীষ, মেহগিনি প্রভৃতি কাঠ ব্যাপক ভাবে কেটে শহরে নিয়ে আসা হচ্ছে, ফলে বনাঞ্চলের গাছের পরিমাণ হ্রাস পাচ্ছে।
■ প্রভাব (Effects) : বনাঞ্চল হ্রাস পাওয়ার ফলে যে ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে তা হল-
(i) জ্বালানি কাঠের অভাব, (ii) গৃহনির্মাণ কাঠের অভাব, (iii) আবহাওয়ার পরিবর্তন, (iv) বৃষ্টিপাত কমে যাওয়া, (v) মাটির ক্ষয়, (vi) বন্যা ও খরা, (vii) ঝড় বা সাইক্লোন, (viii) বিশ্বব্যাপী তাপমাত্রা বেড়ে যাওয়া (global warming), (ix) জীববৈচিত্র্য হ্রাস, (x) পরিবেশ দূষণ বেড়ে যাওয়া।
Post Comment