রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কার্যাবলি (Functions of the State Pollution Control Board): 

রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রধান কাজগুলি নিম্নরূপ:

 

(1) বিভিন্ন জলাশয়, কূপ বা জলাধারের জলের দূষণ নিয়ন্ত্রণ বা হ্রাস করার বিষয়ে প্রয়োজনমতো কর্মসূচির পরিকল্পনা করা এবং পরিকল্পনা অনুসারে কর্ম-সম্পাদন সুনিশ্চিত করা।

 

(ii) জল সংরক্ষণের বিষয়ে এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে রাজ্য সরকারকে পরামর্শ দান করা।

 

(ii) জলদূষণ, সংরক্ষণ এবং দূষণ নিয়ন্ত্রণ বা হ্রাস বিষয়ে সংবাদ সংগ্রহ ও প্রচার করা।

 

(iv) জলদুষণ সংরক্ষণ এবং দূষণ হ্রাস বা নিয়ন্ত্রণ করার বিষয়ে যেসব সমস্যা দেখা দেয়, ওই সমস্ত সমস্যা নিয়ে গবেষণা এবং পর্যবেক্ষণ বিষয়ে উৎসাহ দান করা।

 

(v) জলদূষণ, সংরক্ষণ ও দূষণ হ্রাস বা নিয়ন্ত্রণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্য কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সঙ্গে যোগাযোগ করা। (vi) পচা নর্দমা ও কলকারখানা নিঃসৃত ময়লা জল পরীক্ষা করা, ময়লা জল পরিশোধনের জন্য যে সমস্ত যন্ত্রাদি বা সরঞ্জাম ব্যবহৃত হয় তা পরীক্ষা করা, পর্যবেক্ষণ করা এবং নর্দমার ময়লা বা কলকারখানা নিঃসৃত বর্জ্যপদার্থ কোথায় ফেলা হবে সে বিষয়ে লক্ষ রাখা। (vi) নর্দমা ও কলকারখানা নিঃসৃত ময়লা জলের প্রমাণ-মাত্রা পরীক্ষা করা এবং পরিশোধিত যে জল, জলাশয়ে বা জলাধারে মিশছে তার প্রমাণ-মাত্রা জানা।

 

(viii) নর্দমা ও কলকারখানা নিঃসৃত ময়লা জল পরিশোধনের জন্য নির্ভরযোগ্য এবং অর্থ-সাশ্রয়ী পদ্ধতি ব্যবহার করা।

 

(ix) ময়লা জল কৃষিকার্যে ব্যবহারযোগ্য করার পদ্ধতি উদ্ভাবন করা। 

 

(x) নর্দমা ও কলকারখানা থেকে বহির্গত বর্জ্য জল পরিশোধনের পরে নদনদীতে মেশার আগে প্রমাণ-মাত্রা যুক্ত হয়েছে কিনা তা পর্যবেক্ষণ করা। 

 

(xi) কূপ বা নদনদীর জলের দূষণের পরিপ্রেক্ষিতের কথা মনে রেখে উপযুক্ত স্থানে কলকারখানা স্থাপনের বিষয়ে রাজ্য সরকারকে পরামর্শ দান করা

 

(xii) কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং রাজ্য সরকার যেসব নির্দেশ দেবে তা যথাযথভাবে সম্পাদন করা।

Post Comment

You May Have Missed