গ্রিনহাউস গ্যাসগুলির বৃদ্ধির কারণ কী?(What are the causes of increasing green house gases?) বা গ্লোবাল ওয়ার্মিং:
গ্রিনহাউস গ্যাসগুলি নানান কারণে বেড়ে গিয়ে পৃথিবীর উয়তা বৃদ্ধি করছে। এটি কোনো আঞ্চলিক সমস্যা নয়। বর্তমানে এটি একটি বিশ্ব সমস্যা। গ্রিনহাউস গ্যাসগুলির সংক্ষিপ্ত পরিচয়-
Contents
① কার্বন ডাইঅক্সাইড:
বায়ুমণ্ডলে প্রায় 0.03% কার্বন ডাইঅক্সাইড থাকে। কার্বন চক্রের ফলে এই গ্যাসটির সাম্যাবস্থা বজায় থাকে। কিন্তু বর্তমানে এই গ্যাসের মাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। মূলত জীবাশ্ম জ্বালানির ব্যবহারের ফলে এবং নির্বিচারে গাছ কাটার ফলে কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে এবং এর মাত্রা বৃদ্ধি পাচ্ছে। গবেষণায় দেখা গেছে, বড়ো বড়ো শহরে যেমন-দিল্লি, মুম্বাই, কলকাতায় অরণ্য নিধনের ফলে আবহাওয়ায় CO₂-এর পরিমাণ বৃদ্ধি পাওয়ায় সেখানকার উন্নতা 4°C থেকে 6°C বেড়েছে।
② মিথেন:
প্রকৃতিতে মিথেন উৎপন্ন হয় জলাভূমি ও কৃষিক্ষেত্রে উদ্ভিদের পচনের ফলে। এ ছাড়া বিভিন্ন জৈব বর্জ্যপদার্থ, কিছু জীবজন্তুর দ্বারা এবং তৈলখনি থেকে মিথেন উৎপন্ন হয়। মিথেন উৎপাদন বেড়ে যাওয়ায় পৃথিবীর তাপমাত্রা বাড়ছে।
③ নাইট্রাস অক্সাইড :
বিভিন্ন রাসায়নিক সার, কলকারখানা এবং মোটর গাড়ি ধোঁয়া থেকে পরিবেশে নাইট্রাস অক্সাইডের পরিমাণ বাড়ছে। এই গ্যাসের তাপধারণ ক্ষমতা CO₂-এর তুলনায় 270 গুণ বেশি। বৈজ্ঞানিক অনুসন্ধানে জানা গেছে, বছরে এই গ্যাস 0.25% হারে বাড়ছে।
④ ক্লোরোফ্লুরো কার্বন:
প্রকৃতিতে এই গ্যাস পাওয়া যায় না। বিভিন্ন শিল্পে যেমন-রেফ্রিজারেটর শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র তৈরিতে, প্লাস্টিক এবং ফোম ফাঁপিয়ে তুলতে ক্লোরোফ্লুরো কার্বন ব্যবহৃত হয়। এই গ্যাস বায়ুস্তরের 10-50 কিমি উচ্চতায় উঠে বায়ুমন্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে প্রায় 100 বছর থেকে যায়। এই গ্যাসের তাপধারণ ক্ষমতা CO₂-এর তুলনায় 7000 গুণ থেকে 14,000 গুণ বেশি।
⑤ অন্যান্য গ্যাস:
অন্যান্য গ্যাসের মধ্যে নিম্নস্তরের ওজোন পৃথিবীর উন্নতা বৃদ্ধিতে অংশ নেয় CO₂-এর তুলনায় প্রায় 2000 গুণ বেশি হয়।
■ গ্রিনহাউস গ্যাসগুলি কী কী? (What are the Green House Gases?):
কার্বন ডাইঅক্সাইড (CO₂), মিথেন (CH₁), নাইট্রাস অক্সাইড (N₂O), ক্লোরোফ্লুরো কার্বন (CFCs) এবং জলীয় বাষ্প ও অন্যান্য গ্যাস যেমন-কার্বন মনোক্সাইড (CO), অ্যামোনিয়া (NH3) ইত্যাদি হল গ্রিনহাউস গ্যাস। এদের তাপ ধরে রাখার ক্ষমতা বেশি। বায়ুমণ্ডলের এই গ্যাসগুলির ঘনত্ব বৃদ্ধি পেলে এদের তাপ ধরে রাখার ক্ষমতাও বাড়ে।
Post Comment