গঙ্গা দূষণের প্রতিকারের উপায় 

► গঙ্গা দূষণের প্রতিকারের উপায় (Remedial Measures for Gangetic Pollution): 

(i) গঙ্গার উভয় পাড়ের শহরাঞ্চলের ময়লা ও নর্দমার জল গঙ্গার জলে মেশার পূর্বে শোধন করতে হবে। (ii) কলকারখানার দূষিত জল ও বর্জ্যপদার্থ গঙ্গার জলে ফেলার আগে তা দূষণমুক্ত করতে হবে। (iii) গঙ্গার অববাহিকা অঞ্চল থেকে নিম্নাঞ্চলে জলের স্বাভাবিক প্রবাহ অব্যাহত রাখতে হবে। (iv) শব ও বিভিন্ন জীবজন্তুর মৃতদেহ গঙ্গায় ফেল চলবে না। (v) গঙ্গার তীরবর্তী অঞ্চলের পয়ঃপ্রণালীগুলিকে পরিষ্কার রাখার সুব্যবস্থা করতে হবে। (vi) আবর্জনা শোধনের জন্য অক্সিডেশন ট্যাংক নির্মাণ করা প্রয়োজন। (vii) তৈলবাহী জাহাজ থেকে যাতে পরিত্যক্ত খনিজ তেল জলে না মেশে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

 

গঙ্গা দূষণ (Ganges Pollution) : 

 

গঙ্গা নদীর ওপর দেশের মোট জনসংখ্যার দুই-তৃতীয়াংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল। গঙ্গার গড়ে উঠেছে অনেক কলকারখানা। সেই কারণে গঙ্গার জল প্রতিনিয়ত দূষিত হচ্ছে।

 

► গঙ্গা দূষণের প্রধান কয়েকটি কারণ (Some Main Reasons of Ganges Pollution) : 

 

① গঙ্গার তীরবর্তী অঞ্চলে গড়ে ওঠা কলকারখানার দূষিত জল ও বর্জ্যপদার্থ (যেমন-সিসা, দস্তা, ক্যাডমিয়াম, পারদ, সায়ানাইড, ফেনল, অ্যামোনিয়া ইত্যাদি) গঙ্গার জলে ফেলা হয়। ফলে গঙ্গার জল দুষিত হচ্ছে।

 

② শহরের বিভিন্ন বাড়ি থেকে নির্গত পয়ঃপ্রণালী ও নর্দমার জল গঙ্গায় মিশছে, ফলে গঙ্গা দূষিত হচ্ছে।

 

③ গঙ্গার জলে বিভিন্ন প্রাণীর মৃতদেহ ফেলা হচ্ছে। এ ছাড়া কাপড়কাচা, গবাদিপশুর মলমূত্র ফেলা এবং তাদের স্নান করানো, নোংরা আবর্জনা ফেলা, গেরস্ত ঘরের ময়লা ইত্যাদি গঙ্গার জলে ফেলা হচ্ছে, ফলে জল দূষিত হচ্ছে। ④ তৈলবাহী জাহাজ গঙ্গায় নোঙর করে তাদের থেকে নির্গত পরিত্যক্ত তেল গঙ্গায় মিশে গঙ্গার জল দূষিত হয়।

 

⑤ গঙ্গার তীরে গড়ে উঠেছে প্রচুর দেবালয়। সেখানে পূজা-অর্চনার পর যেসব ফুল জমে থাকে তা গঙ্গায় ফেলে দেওয়া হয়। ওই ফুল পচে গঙ্গার জলকে দূষিত করে।

 

⑥ গঙ্গা দূষণের একটি অন্যতম কারণ হল গঙ্গার নাব্যতা কমে যাওয়া।

Post Comment

You May Have Missed