ইউট্রোফিকেশনের ফলে যেরকম ক্ষয়ক্ষতি হয়
Contents
ইউট্রোফিকেশনের ফলে যেরকম ক্ষয়ক্ষতি হয়:
① শৈবালের বৃদ্ধি ঘটে এবং অক্সিজেনের পরিমাণ কমে যায়, ফলে শৈবালের বলে। পচন ঘটে এবং জল দূষিত হয়। একে শৈবাল ব্লুম (Algal bloom)
② জলদূষণের ফলে জলজ প্রাণীর যেমন মৃত্যু হয় তেমনি গবাদিপশুও ওই জল পান করে অসুস্থ হয়ে পড়ে এবং তাদের মৃত্যুও হতে পারে।
■ ইউট্রোফিকেশন (Eutrophication):
কোনো জলাশয়ে অধিক পরিমাণে প্রধানত নাইট্রেট ও ফসফেট জাতীয় রাসায়নিক যৌগ ও জৈব ও অজৈব পরিপোষক (Nutrient) মেশার ফলে শৈবাল, ব্যাকটেরিয়া ও জলজ উদ্ভিদের ব্যাপক বৃদ্ধি ঘটে। ওই জলজ উদ্ভিদগুলি জলাশয়ের উপরে স্তরীভূত হওয়ায় জলে দ্রাব্য অক্সিজেনের মাত্রা হ্রাস পায়, জলজ উদ্ভিদ, প্রাণীর মৃত্যু ঘটে, ক্রমেই জলাশয় বুজে যায়। এই ঘটনাকে ইউট্রোফিকেশন বলে।
• ইউট্রোফিকেশন যেসব কারণে ঘটে:
(i) জমিতে ব্যবহৃত ফসফেট সার জলে মিশলে। (ii) আবর্জনা-শোধন কেন্দ্রের নির্গত অজৈব পরিপোষক জলাশয়ে মিশলে। (iii) ফসফেট জাতীয় ডিটারজেন্ট জলে মিশলে। (iv) মাটির ক্ষয়জনিত কারণে কোনো উর্বর বস্তু জলে মিশলে। (v) জলাশয়ে আবর্জনা ফেলার ফলে অজৈব পরিপোষক বৃদ্ধি পেলে।
Post Comment