ইউট্রোফিকেশনের অবস্থান

 

 

① নদী এবং বিলে (Occurence of eutrophication): 

 

কোনো নদী, পুকুর বা বিলে অত্যধিক হারে জলজ উদ্ভিদ (ফাইটোপ্ল্যাংকটন, শৈবাল) যদি বেড়ে যায় তবে বাস্তুতন্ত্রের ভারসাম্য ব্যাহত হয় কারণ জলে অক্সিজেনের হার কমে যাওয়ায় মাছের মৃত্যু ঘটে। ইউট্রোফিকেশনের ফলে জল ঘোলা হয়ে যায় এবং জলের রং সবুজ, হলুদ বা বাদামী হয়ে যায়। যেসমস্ত গবাদি পশু সেই জল পান করে তাদেরও মৃত্যু হতে পারে।

 

② প্রকৃতিতে (In nature): 

 

মনুষ্যজনিত বিভিন্ন কার্যকলাপের জন্যই প্রধানত বিলে ইউট্রোফিকেশন দেখা যায়। আধুনিক গবেষণায় দেখা গেছে, কোনো বিলের বাস্তুতন্ত্র, আবহাওয়ার পরিবর্তন, ভূতত্ত্বজনিত পরিবর্তন প্রভৃতির ওপর নির্ভর করে।

 

③ সমুদ্রের জল (In ocean water): 

 

উপকূলবর্তী অঞ্চলে ইউট্রোফিকেশন খুব বেশি মাত্রায় দেখা যায়। স্বাদু জলের তুলনায়, সমুদ্রের জলে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে। তাই সমুদ্রের জলে ইউট্রোফিকেশনের জন্য নাইট্রোজেনের মাত্রা অনেকাংশে দায়ী। সাধারণত মোহনা ইউট্রফিক হয় কারণ বিভিন্ন পুষ্টিকর পদার্থ (nutrients) জলের সাথে মিশ্রিত হয়ে নালা দিয়ে মোহনাতে পড়ে।

 

④ স্থলজ বাস্তুতন্ত্রে (In terrestrial ecosystem):

 

 স্থলজ বাস্তুতন্ত্রও ইউট্রোফিকেশনের জন্য ক্ষতিগ্রস্ত হয়। মাটির ইউট্রোফিকেশনের জন্য উদ্ভিদ বিপন্ন হয়ে যাচ্ছে।

 

Post Comment

You May Have Missed