COD-এর কয়েকটি প্রয়োজনীয় দিক
COD-এর কয়েকটি প্রয়োজনীয় দিক
(1) বিয়োজক শক্তি অণুজীব দ্বারা জৈব পরিত্যক্ত বস্তুর অজৈব জ্বালানিতে পরিবর্তনের সময় প্রয়োজনীয় অক্সিজেন চাহিদাই হল COD।
(ii) এই পরিবর্তন জীবাণুর সংখ্যার সমানুপাতী। অর্থাৎ জীবাণুর সংখ্যা যত বাড়ে এই পরিবর্তনের হারও তত বাড়ে।
(iii) মাছ ও অন্যান্য ফনা COD-এর সম্পর্কযুক্ত।
(iv) COD-এর পরিমাণ যত কমে জীববৈচিত্র্য ততই বাড়ে। আবার জীববৈচিত্র্য কমলে COD বেড়ে যায়।
(v) COD-এর মান- (a) জীবের ধরন, (b) pH, (c) টক্সিনের উপস্থিতি, (d) জৈব বস্তুর গুণগতমান, (৫) জৈব বস্তুর উৎস, (1) তাপমাত্রা প্রভৃতির ওপর নির্ভরশীল।
(vi) কোনো নির্দিষ্ট জলাশয়ের জলের নমুনা পাঁচদিন ধরে 20°C তাপমাত্রায় রেখে ওই জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ যতটা কমে তা দিয়ে COD মাপা হয়। এর পরিমাণ ‘লিটার প্রতি মিলিগ্রাম এককে’ প্রকাশ করা হয়।
Post Comment