কোষের আকার সম্পর্কে আলোচনা কর
কোশের আকার (Shapes of cell) :
এককোশী জীব থেকে শুরু করে বহুকোশী জীবদের কোশের আকার একই রকমের হয় না। এমনকি একই উদ্ভিদ বা প্রাণীদেহের সব কোশ একই আকারের হয় না। কোশের আকার যথাক্রমে গোলাকার, ডিম্বাকার, আয়তাকার বহুভুজাকার, স্তম্ভাকার, লম্বাটে, সূত্রাকার ইত্যাদি হয়। উদাহরণ স্বরূপ-গোলাকার কোশ: কক্কাস, প্রস্তর কোশ, শ্বেতরক্ত কণিকা। ডিম্বাকার কোশ: ডায়াটম, রক্ষীকোশ, উটপাখির ডিম। স্তম্ভাকার কোশ: দংশক রোম, ব্যাসিলাস, গ্রন্থিরোম, স্পঞ্জের কোয়ানোসাইট কোশ। সূত্রাকার কোশ: তত্ত্বকোশ, তুলোর রোম। বহুভুজাকার কোশ: হারপিস ভাইরাস,ক্রোম্যাটোফোর, মাকু আকৃতির: পেশি কোশ। ফিতাকৃতি: স্পাইরোগাইরা।
Post Comment