কোষের আয়তন সম্পর্কে আলোচনা কর

কোশের আয়তন (Size of cell):

 

জীবদেহের আকার ও আয়তন যেমন ভিন্ন তেমনি বিভিন্ন কোশের আয়তনও ভিন্ন প্রকৃতির হয়। জীবজগতের মধ্যে সর্বাপেক্ষা ক্ষুদ্রতম জীব হল মাইকোপ্লাজমা গ্যালিসেপটিকাম (Mycoplasma gallisepticum) এবং মাইকোপ্লাজমা লেডলাই (M. laidlawii) (ব্যাকটেরিয়াসদৃশ জীব)-এদের ব্যাস মাত্র 0.1 µm। সবচেয়ে বড়ো আয়তনের প্রাণীকোশ হল উটপাখির ডিম, খোলক সমেত ব্যাস 170 মিমি x 135 মিমি। এককোশী সর্বাপেক্ষা বড়ো উদ্ভিদকোশ হল অ্যাসিটাবুলেরিয়া (Acetabularia) নামে একরকমের শৈবাল, যার দৈর্ঘ্য হল 5-10 সেন্টিমিটার। বহুকোশী উদ্ভিদের মধ্যে র‍্যামি (Ramie, Boehmeria nivea) নামক গাছের বাকলের একটি তন্ডুর (একটি কোশ) দৈর্ঘ্য প্রায় 55 সেন্টিমিটার হয়। মানবদেহের ক্ষুদ্রতম কোশ হল লিম্ফোসাইট নামক শ্বেতকণিকা (7.54) এবং দীর্ঘতম কোশ হল স্নায়ুকোশ, দৈর্ঘ্য প্রায় 90 সেমি থেকে 1 মিটার পর্যন্ত হয়। • নীচে বিভিন্ন প্রকার কোশের আয়তন দেখানো হল:

 

জীব/জীবকোশ আয়তন
(i) মাইকোপ্লাজমা লেডলাই 0.1 µm
(ii) স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস 1 µm
(iii) লোহিত রক্তকণিকা 5.5-8.8 µm
(iv) শ্বেত রক্তকণিকা 7.5-8 µm
v) অ্যামিবা 100 µm
(vi) মানুষের ডিম্বাণু 100 µm
(vii) মুরগির ডিম 60 x 45 mm
(viii) উটপাখির ডিম 170 x 135 mm
(ix) নিউরোন 90 cm-1m
(x) অ্যাসিটাবুলেরিয়া 5-10 cm
(xi) র‍্যামির তত্ত্ব 55 cm

 

>ছোটো কোশ-মাইকোপ্লাজমা গ্যালিসেপটিকাম (Mycoplasma gallisepticum) 0.1um!

> বড়ো উদ্ভিদকোশ-র‍্যামি গাছের বাকলের একটি তত্ত্ব 55 cm।

> বড়ো প্রাণীকোশ-(a) দৈর্ঘ্যে-নিউরোন 1 মিটার। (৮) আয়তনে উটপাখির ডিম, 170 mm x 135 mm (খোলক সহ)।

> খালি চোখে দেখা যায় যে উদ্ভিদকোশ-অ্যাসিটাবুলেরিয়া (Acetabularia) 5-10 cm

> খালি চোখে দেখা যায় যে প্রাণীকোশ-পাখির ডিম।

>ছোটো জীব-মাইকোপ্লাজমা গ্যালিসেপটিকাম।

> বড়ো উদ্ভিদ-ইউক্যালিপ্টাস (Eucalyptus regions)-উচ্চতা 114 মিটার (প্রায়)।

> বড়ো প্রাণী-নীল তিমি (Blue whale) 33 মিটার।

> সবচেয়ে লম্বা প্রাণী-রিবন ওয়ার্ম (Lineus longisisms) প্রায় 54 মিটার লম্বা।

 

Post Comment

You May Have Missed