শিল্পজাত বর্জ্যপদার্থ দ্বারা দূষণ

 

বিভিন্ন ধরনের শিল্প-কারখানা থেকে গ্যাসীয় এবং অগ্যাসীয় দূষক পদার্থসমূহ নির্গত হয়ে বাতাসে মিশে বাতাসকে দূষিত করতে পারে। যেমন- তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড গ্যাস এবং উড়ন্ত ছাঁই (fly-ash), অ্যাসিড শিল্প থেকে নির্গত সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড, ক্লোরিন, হাইড্রোজেন ক্লোরাইড, ফসফরাস পেন্টাক্সাইড, বিভিন্ন গ্যাসীয় ফ্লুওরাইড ইত্যাদি দুষক পদার্থ। ধাতু নিষ্কাশন শিল্প থেকে বের হয় কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, বিভিন্ন ধাতব অক্সাইড, ফুওরিন ইত্যাদি। আবার সার কারখানা থেকে নির্গত হয় অ্যামোনিয়া গ্যাস। তৈল শোধনাগার থেকে নির্গত হয় কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ফরম্যালডিহাইড, কেরোসিন ইত্যাদি দূষিত পদার্থ।

 

মোট কথা, কলকারখানার ধরন অনুযায়ী শিল্পজাত বর্জ্যপদার্থগুলির রাসায়নিক ও ভৌত চরিত্র বদলে যায়। তবে বেশির ভাগ ক্ষেত্রে তামা, সিসা, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, দস্তা, প্রভৃতি ধাতু, জৈব এবং অজৈব সালফার যৌগ; ফসফরাস ও ফ্লুওরিন জাতীয় রাসায়নিক পদার্থ কারখানা থেকে নিঃসৃত হয়ে জলকে দূষিত করে যা পরিবেশ দূষণ ঘটায়।

Post Comment

You May Have Missed