কোশের সংগঠন অনুসারে জীবের প্রকারভেদ

কোশের সংগঠন অনুসারে জীবের প্রকারভেদ: 

 

যেসব জীবদেহ কোশ দিয়ে গঠিত তাদের কোশীয় জীব এবং যেসব জীবদেহ কোশ দিয়ে গঠিত নয় তাদের অকোশীয় জীব বলে। প্রোটোজোয়া, ছত্রাক, ব্যাকটেরিয়া এবং উন্নত শ্রেণির উদ্ভিদ প্রাণীদেহ কোশীয় জীবদের অন্তর্গত। অপরপক্ষে ভাইরাস, ভাইরয়েড ও প্রিয়ন অকোশীয় জীবদের অন্তর্গত। 

 

  • ভাইরাস (Virus): এই প্রকার জীব নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন আবরণ দিয়ে গঠিত।

 

  • ভাইরয়েড (Viroid): এই প্রকার জীব আবরণহীন, নগ্ন RNA দিয়ে তৈরি।

 

  • প্রিয়নস (Prions): কেবলমাত্র ক্ষারীয় প্রোটিন দিয়ে তৈরি অণুজীব।

Post Comment

You May Have Missed