ওজোন স্তরে অবক্ষয়ের পরিণাম কী? (What are the effects of Ozone layer depletion?) : 

ওজোন স্তর বিলুপ্তির বা অবক্ষয়ের বিভিন্ন পরিণাম বা সম্ভাব্য ফলাফল পরের পাতায় উল্লেখ করা হল- 

 

①জলবায়ুর ক্ষেত্রে প্রভাব (Effects on climate):

 

 ঊর্ধ্ব বায়ুমন্ডলে ওজোন স্তর পাতলা হওয়ার ফলে সূর্যের অতিবেগুনি রশ্মি অধিকতর মাত্রায় পৃথিবীপৃষ্ঠে পৌঁছোলে ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি পাবে। এর ফলস্বরূপ মেরু অঞ্চলের বরফ গলবে এবং সমুদ্রের জল তলের উচ্চতা বাড়বে। তা ছাড়া ওজোনের পরিমাণ হ্রাস পেলে ট্রপোস্ফিয়ারের হাইড্রোজেন পারঅক্সাইড (H₂O₂)-এর পরিমাণ বাড়বে এবং এর ফলে অম্লবৃষ্টির পরিমাণও বাড়বে। তা ছাড়া ওজোন স্তর ক্ষয়ের ফলে ভূপৃষ্ঠে অতিবেগুনি রশ্মির প্রভাব বাড়বে এবং আলোক-রাসায়নিক বিক্রিয়া বৃদ্ধি পেয়ে ‘ধোঁয়াশা’ সৃষ্টির প্রবণতাও বাড়বে।

 

② মানুষের ওপর প্রভাব (Effects on human beings): 

 

ওজোন হোল সৃষ্টি হলে অতিবেগুনি রশ্মি সরাসরি ভূপৃষ্ঠে আপতিত হবে, ফলে একদিকে ভূপৃষ্ঠের তাপমাত্রা বাড়বে, অন্যদিকে মানুষের ত্বকের ক্যানসার রোগও বাড়বে। দেহের রোগ-প্রতিরোধ ক্ষমতা কমবে। চোখে অসময়ে ছানি পড়বে। ধোঁয়াশা বৃদ্ধির কারণে মানুষের শ্বাসকষ্ট বাড়বে এবং প্রজনন ক্ষমতাও হ্রাস পাবে।

 

(৩)প্রাণীজগতের ওপর প্রভাব (Effects on animal kingdom): 

 

অতিবেগুনি রশ্মির প্রভাবে জুপ্ল্যাংকটনের মৃত্যুহার বাড়বে। জীবাণু ধ্বংস হবে। জীবজন্তুর প্রজনন ক্ষমতা ও রোগ-প্রতিরোধ ক্ষমতা কমবে। ধীরে ধীরে প্রাণীজগতের নিজস্ব ভারসাম্য নষ্ট হবে। 

 

④ উদ্ভিদজগতের ওপর প্রভাব (Effects on plant kingdom): 

 

অতিবেগুনি রশ্মির প্রভাবে নদী, হ্রদ জলাশয়ের মাছ ও জুপ্ল্যাংকটন ধ্বংস হওয়ার ফলে জলাশয়ের বাস্তুরীতি বিঘ্নিত হবে। ফলে উদ্ভিদজগৎও ক্ষতিগ্রস্ত হবে। সালোকসংশ্লেষ ব্যাহত হবে। অঙ্কুরোদ্গম ব্যাহত হবে। অধিক তাপের ফলে গাছের পাতা, ফল শুকিয়ে যাবে। গাছের বৃদ্ধি কমে যাবে।

 

⑤ উদ্ভিদ ও প্রাণীকুলের জেনেটিক পদার্থ ক্ষতিগ্রস্ত হবে, মিউটেশন দেখা দেবে।

Post Comment

You May Have Missed