ওজোন গহ্বর বা ওজোন হোল নিয়ন্ত্রণের উপায় কী? (What are the controlling measures of Ozone hole formation):

ওজোন গহ্বর নিয়ন্ত্রণের উপায় নীচে উল্লেখ করা হল: (i) সারা পৃথিবী জুড়েই বর্তমানে ওজোন হ্রাসকারী বস্তুসমূহের (Ozone depleting substances-ODS) ব্যবহার নিয়ন্ত্রণে বা বন্ধ করার বিষয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে। (ii) ক্লোরোফ্লুরো কার্বনের উৎপাদন ও ব্যবহার আইন করে বন্ধ করা প্রয়োজন। এর পরিবর্তে অন্য কোনো প্রযুক্তি উদ্ভাবন করা প্রয়োজন। (ii) প্লাস্টিক শিল্প, রেফ্রিজারেটার উৎপাদন শিল্প, রঞ্জক শিল্প, প্রভৃতি এক্ষত্রে পরিবেশ আইন কঠোরভাবে বলবৎ করা দরকার। (iv) বিভিন্ন শিল্প যাদের ওজোন গহ্বর সৃষ্টির সম্ভাবনা থাকে তাদের ক্ষেত্রে দূষণ নিয়ন্ত্রণকারী যন্ত্রপাতি বসানো প্রয়োজন। (v) রাষ্ট্রসংঘের প্রস্তাবিত ‘এজেন্ডা-21’ কর্মসূচি মেনে চলা প্রয়োজন। (vi) সর্বোপরি ওজোন স্তরের ক্ষয় বা ওজোন গহ্বর সম্পর্কে এবং এর কুফল সম্পর্কে জনগণকে সচেতন করা প্রয়োজন।

 

> দক্ষিণমেরুতে ওজোন গহ্বর সৃষ্টি হলেও উত্তরমেরুতে নয় কেন?

 

উত্তরমেরু অপেক্ষা দক্ষিণমেবুর তাপমাত্রা খুব কম, শীতকালে এই তাপমাত্রা-40° সেলসিয়াসে নেমে আসে। ফলে বরফকণা সৃষ্টি হয়। এই বরফকণা থেকে ওজোন স্তরে গহ্বরের সৃষ্টি হয়। তবে অদূর ভবিষ্যতে উত্তরমেরুতেও ওজোন স্তরে গহ্বর সৃষ্টি হতে পারে, কারণ সেখানে কার্বন মনোক্সাইডের উপস্থিতি লক্ষ করা গেছে, যা ওজোন স্তরে গহ্বর সৃষ্টিতে সক্ষম।

Post Comment

You May Have Missed