অম্ল বা অ্যাসিড বৃষ্টির প্রভাব (Effects of acid rain) :
① মৃত্তিকার ওপর প্রভাব (Effects on soil): অ্যাসিড বৃষ্টি মৃত্তিকার প্রভূত ক্ষতিসাধন করে। কিছু অণুজীব মৃত্তিকার pH-এর পরিবর্তন সহ্য করতে না পেরে মারা যায়। অ্যাসিডের প্রভাবে অণুজীবদের উৎসেচক নিষ্ক্রিয় হয়ে পড়ে।
② অরণ্য ও গাছপালার ওপর প্রভাব (Effects on forests and vegeta- tion): অ্যাসিড বৃষ্টি মৃত্তিকার পাশাপাশি অরণ্য ও গাছপালারও ক্ষতিসাধন করে। খাদ্যশস্যগুলির ওপর জীবসার এবং চুন প্রয়োগের মাধ্যমে তাদের অ্যাসিড বৃষ্টির হাত থেকে রক্ষা করা সম্ভব। শস্যখেতে লাইমস্টোন প্রয়োগ করে মৃত্তিকার উর্বরতা বৃদ্ধি করা হয় এবং pH-এর মাত্রাও স্থায়ী করা হয়।
③ মানব স্বাস্থ্যের ওপর প্রভাব (Effects on human health): মানব স্বাস্থ্যের ওপর অ্যাসিড বৃষ্টি সরাসরি প্রভাব বিস্তার করে না। বৃষ্টির জলে অ্যাসিড অত্যন্ত লঘুমাত্রায় থাকে। সালফার ডাইঅক্সাইড ও নাইট্রোজেন অক্সাইডের উপাদানগুলি অ্যাসিড বৃষ্টির মধ্যে থাকে, সেই সকল উপাদানের মাত্রা বৃদ্ধি পেলে মানবদেহে হৃদ্ বা ফুসফুসজনিত রোগলক্ষণ দেখা যায়। তা ছাড়া অ্যাজমা বা ব্রংকাইটিস রোগের লক্ষণও দেখা যায়।
④ অন্যান্য প্রতিকূল প্রভাব (Other adverse effects): অম্ল বৃষ্টির ফলে বৃহৎ অট্টালিকা, ঐতিহাসিক স্মৃতিসৌধ, যেগুলি রক বা লাইমস্টোন বা মার্বেল নির্মিত অথবা যাদের মধ্যে ক্যালশিয়াম কার্বনেটের মাত্রা বেশি, সেগুলি অত্যধিক হারে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বৃষ্টির জলমধ্যস্থ অ্যাসিড ক্যালশিয়ামের যৌগের সঙ্গে বিক্রিয়া করে পাথর থেকে জিপসাম উৎপন্ন করে।
CaCO 3 (s)+H 2 SO 4 (aq) CaSO 4 (s) + C*O_{2}(g) + H_{2}*O(l)
Post Comment