গ্রিনহাউস কী? (What is Green House):

পৃথিবীর প্রধান পরিবেশগত সমস্যাগুলির মধ্যে একটি অন্যতম জটিল সমস্যা হল গ্রিনহাউস এফেক্ট বা গ্রিনহাউস প্রভাব। ‘গ্রিনহাউস প্রভাব’ বিষয়টি বুঝতে গেলে প্রথমে জানতে হবে ‘গ্রিনহাউস’ ব্যাপারটি কী? বিজ্ঞানের বিভিন্ন শাখায় যেমন-উদ্ভিদবিদ্যা, পরিবেশবিদ্যা, পদার্থবিদ্যা, ভূগোল প্রভৃতিতে ‘গ্রিনহাউস’ বিষয়টি আলোচিত হয়। আসলে শীতপ্রধান দেশে অঙ্কুরিত বীজের তথা চারাগাছের বৃদ্ধির জন্য কাচের তৈরি ঘর ব্যবহার করা হয়। ‘গ্রিনহাউস’ হল কাচের তৈরি একটি আবদ্ধ কাঠামো বা কক্ষ যার মধ্যে নিয়ন্ত্রিত জলবায়ু ও তাপমাত্রায় সবুজ গাছপালা চাষ করা হয়। কক্ষের বা ঘরের মধ্যে বায়ু ও তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য কক্ষের ছাদে মিনার তুল্য ছোটো কক্ষ (glass louvers) থাকে।

 

গ্রিনহাউসের বিশেষত্ব হল এই কক্ষের কাচ একমুখী পথের কাজ করে, অর্থাৎ এতে ব্যবহৃত কাচের ভিতর দিয়ে সূর্যালোক (ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য) কক্ষের মধ্যে প্রবেশ করে এবং কক্ষের মধ্যে তাপ সৃষ্টি করে। কিন্তু ওই ঘরের বা কক্ষের তাপ কাচের স্বচ্ছ আবরণের প্রাচীরভেদ করে বাইরে বেরিয়ে আসতে পারে না। কারণ সূর্যালোক ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য হিসেবে প্রবেশ করে, কিন্তু ভিতরের বস্তুর বিকিরণের ফলে সৃষ্ট অবলোহিত রশ্মির তরঙ্গদৈর্ঘ্য দীর্ঘ হয় এবং দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের [> 760 mv, one millimicron (1mv) = 10 ^ – 7 cm] অবলোহিত রশ্মি কাচ ভেদ করতে পারে না। এর ফলেই গ্রিনহাউসের তাপমাত্রা বাড়ে।

 

বর্তমানে আমাদের বাসভূমি তথা পৃথিবী একটি গ্রিনহাউসে পরিণত হয়েছে। বিজ্ঞানীরা পৃথিবীকে আজ একটি কাচের ঘরের সঙ্গে তুলনা করছেন। পৃথিবীতে বায়ুমণ্ডলের তথা ট্রোপোস্ফিয়ারে যে কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প এবং ওজোন স্তর রয়েছে তা গ্রিনহাউসের মতো ব্যবহার করে, এই বায়ুস্তর পৃথিবীতে সূর্যালোককে আপতিত হতে দেয়, কিন্তু পৃথিবীপৃষ্ঠ থেকে প্রতিফলিত অবলোহিত রশ্মি (infra-red ray)-কে মহাশূন্যে বিকিরিত হতে দেয় না। ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায়।

 

বিজ্ঞানীরা লক্ষ করেছেন, ঘনীভূত জলকণার মধ্যে দিয়ে ভূপৃষ্ঠ থেকে বিকিরিত অবলোহিত রশ্মি এবং আপতিত সূর্যালোক কিছুই যাতায়াত করতে পারে না। এই কারণে পৃথিবীপৃষ্ঠ গরম হওয়ার ক্ষেত্রে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড এবং ওজোন গ্যাসের ভূমিকার কথা উল্লেখ করা হয়। জানা গেছে, পৃথিবী থেকে প্রতিফলিত রশ্মি পরিবর্তন যদি 1% হয়, তবে ভূপৃষ্ঠের উয়তার পরিবর্তন হবে 1.7°C।

Post Comment

You May Have Missed