পেস্টিসাইড কী
বিভিন্ন রকমের পেস্টনাশক ও পতঙ্গ নাশক, যেমন-DDT, BHC, এনড্রিন, অলড্রিন, ম্যালাথিয়ন, প্যারাথিয়ন, কার্বামেট ইত্যাদি। এই সব রাসায়নিক মাটি ও জলের দুষণ ঘটায়। পেস্টিসাইডকে বিভিন্ন প্রকার ভাগ করা যায়-
(a) অর্গানোক্লোরিন / ক্লোরিনেটেড হাইড্রোকার্বন G – DDT BHC, অলড্রিন, এনড্রিন ইত্যাদি।
(b) অর্গানোপেস্টিসাইড- মালাথিওন, প্যারাথিওন কার্বামেটস ইত্যাদি।
(c) অজৈব পেন্টিসাইড যে যৌগগুলিতে সালফার, কপার, আর্সেনিক বর্তমান।
Post Comment