জলাভূমি সম্পর্কে কয়েকটি জ্ঞাতব্য বিষয় 

(i) ফ্লোরিডার স্বাদুজলের জলাভূমি (7,000 কিলোমিটার) বিশ্বের সবচেয়ে বৃহৎ জলাভূমি।

 

(ii) চিল্কা (ওড়িশা), উলার (জম্মু ও কাশ্মীর), সম্ভর (মধ্যপ্রদেশ), লোকটাক (মণিপুর), হারিকে (পাঞ্জাব) এবং কেওলাদেও (রাজস্থান) আন্তর্জাতিক জলাভূমির আখ্যা পেয়েছে।

 

(iii) পশ্চিমবঙ্গের 54টি প্রাকৃতিক ও ৭টি মনুষ্য সৃষ্ট জলাভূমি রয়েছে।

 

(iv) বিশ্বে 2167টি প্রাকৃতিক জলাভূমি (14,50,861 বর্গ হেক্টর) এবং 65-253টি মনুষ্য সৃষ্ট জলাভূমি (25,89,277 বর্গ হেক্টর) আছে। 

 

(v) 1971 খ্রিস্টাব্দে ইরানে জলাভূমির ওপর রামসার কনভেনশন হয় এবং 1991 খ্রিস্টাব্দে 60টি দেশ জলাভূমি সংরক্ষণ চুক্তিতে স্বাক্ষর করে।

 

রামসার সম্মেলন (Ramsar Convention) : 

 

এটি একটি জলাভূমি সম্বন্ধীয় আন্তর্জাতিক অধিবেশন। যেটি 1971 খ্রিস্টাব্দে ইরানের রামসার শহরে অনুষ্ঠিত হয়েছিল। এই অধিবেশনে জলাভূমি সংরক্ষণ ও জলাভূমির যথার্থ ব্যবহার করার কথা বলা হয়েছে। যাতে ক্ষতিগ্রস্ত না হয়। জলচর পাখি ও পরিযায়ী পাখিদের বাসস্থান ক্ষতিগ্রস্ত না হয়।

 

কৃষিজ রাসায়নিক এবং তার প্রভাব :

 

কৃষিক্ষেত্রে যেসব রাসায়নিক ব্যবহার করা হয়, যেমন-সার বা ফার্টিলাইজার (Fertilizers), পেস্টিসাইড বা পেস্টনাশক (Pesticide), আগাছানাশক (Weedicides) তাদের কৃষিজ রাসায়নিক বা অ্যাগ্রোকেমিক্যালস বলে। এই সব বস্তু যেমন মাটির দূষণ ঘটায় তেমন জলেরও দূষণ ঘটায়। বর্ষার ফলে কৃষিক্ষেত্রের দুষিত পদার্থ মিশ্রিত জল নালার মাধ্যমে পুকুর ও নদীতে এসে মেশে এবং জলদূষণ ঘটায়।

Post Comment

You May Have Missed