কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কার্যাবলি (Functions of the Central Pollution Control Board): 

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্যদের প্রধান কাজ হল-বিভিন্ন অঞ্চলের জলপ্রবাহ, কূপ ও জলাশয়ের জল পুষ্প রাখা। এই কারণে পর্ষদ নীচের ক্রিয়াগুলি করে থাকে-

 

(১) জল সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারকে উপদেশ দিতে পারে।

 

(২) বিভিন্ন রাজ্য পর্ষদগুলির মধ্যে যোগাযোগ রাখা এবং তাদের মধ্যে কোনো বিবাদের মীমাংসা করা কেন্দ্রীয় পর্যদের কাজ।

 

(iii) কেন্দ্রীয় পর্ষদের আর একটি কাজ-রাজ্য পর্ষদকে প্রযুক্তিগত সাহায্য ও পথনির্দেশ দেওয়া। এছাড়া, জল সংরক্ষণ, দূষণ ও দূষণ নিয়ন্ত্রণ বিষয়ে গবেষণা ও পরীক্ষানিরীক্ষায় রাজ্য দূষণ পর্যদের পৃষ্ঠপোষকতা করাও কেন্দ্রীয় দূষণ পর্যদের কাজ।

 

(iv) জল সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ বা হ্রাস করায় ক্ষেত্রে নিযুক্ত ব্যাক্তিদের বা ভবিষ্যতে খাঁরা নিযুক্ত হবেন তাঁদের কেন্দ্রীয় পর্যদের শর্ত মেনে প্রশিক্ষণের পরিকল্পনা করা ও ব্যবস্থা করা কেন্দ্রীয় দূষণ পর্যদের অপর কাজ। 

 

(v) বিভিন্ন গণমাধ্যমের সাহায্যে জল সংরক্ষণ ও দূষণ বিষয়ে ব্যাপকভাবে প্রচার করা।

 

(vi) জল সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ ও দূষণ হ্রাস বিষয়ে সমস্ত দেশ জুড়ে পরিকল্পনা করা এবং তা কাজে রূপান্তরিত করা। 

 

(vii) জলদূষণ বিষয়ে প্রযুক্তিগত ও পরিসংখ্যাণগত তথ্য সংগ্রহ করা, সংকলন করা, প্রতাশ করা এবং জল সংরক্ষণ ও দূষণ বিষয়ে ফলপ্রসূ ব্যবসা নেওয়াও কেন্দ্রীয় দূষণ পর্ষদের কাজ। এছাড়া বিভিন্ন প্রভার নির্দেশিকা বা কার্য নির্বাহিকা পুস্তিকা রচনা করা এবং বিভিন্ন প্রকার ময়লা পরিশোধন ও পরিত্যাগ করার বিষয়ে নির্দেশ দেওয়াও কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণের কাজ।

 

(viii) কোনো জলাধার ও কূপের জলের প্রমাণ-মাত্রা বিষয়ে কেন্দ্রীয় পর্ষদ রাজ্য সরকারের সঙ্গো আলোচনা করতে পারে এবং এক বা বিভিন্ন জলাধার বা কুপের জলের জন্য বিভিন্ন প্রমাণ-মাত্রা নির্বাচন করতে পারে। এছানা এর পরিবর্তন বা কোনো কোনো ক্ষেত্রে বাতিল বা রচনা করতেও পারে। 

 

(ix) কোনো জলাধার, কূপ, জলাশয়ের বা নর্দমার জলের বা কলকারখানা থেকে নির্গত মামলা জলের বিশ্লেষণের বা পরীক্ষানিরীক্ষার জন্য কেন্দ্রীয় পর্যদ অনুমোদন করতে পারে।

Post Comment

You May Have Missed