কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্যগণ (Members of Central Pollution Control Board)

 (i) একজন সভাপতি পূর্ণ সময়ের জন্য-যাঁর পরিবেশ সুরক্ষা বিষয়ে বিশেষ এবং ব্যবহারিক জ্ঞান থাকবে এবং সভাপতিকে কেন্দ্রীয় সরকার দ্বারা অনুমোদিত হতে হবে।

 

(ii) কেন্দ্রীয় সরকার মনোনীত অনূর্ধ্ব পাঁচজন আধিকারিক (Officer) নিয়োজিত হবে যাঁরা কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করবেন।

(iii) আইন অনুসারে রাজ্য সরকারের দুজন এবং কেন্দ্রীয় সরকারের তিনজন ব্যক্তি থাকবেন।

 

(iv) আধিকারিক (Officer) নয় এমন তিনজন কেন্দ্রীয় সরকার কর্তৃক মনোনীত ব্যক্তি থাকবেন-যাঁর কৃষি, মাছচাষ বা শিল্প বা বাণিজ্য পর্যবেক্ষণের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করবেন।

 

(v) কেন্দ্রীয় সরকার পরিচালিত বিভিন্ন কোম্পানি দেখাশোনার জন্য কেন্দ্রীয় সরকার মনোনীত দুজন প্রতিনিধি থাকবেন।

 

(vi) পূর্ণ সময়ের জন্য একজন সচিব থাকবেন, যাঁর দূষণ নিয়ন্ত্রণ বিজ্ঞান, কারিগরি ও ব্যবস্থাপনা বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা থাকবে।

Post Comment

You May Have Missed