দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও তার ভূমিকা [Pollution Control Board and its Role]
1972 খ্রিস্টাব্দের 5 জুন থেকে 16 জুন পর্যন্ত সুইডেনের স্টকহোমে পরিবেশসংক্রান্ত বিষয়ে সম্মিলিত জাতিপুঞ্জের যে সম্মেলন হয়, তাতে যেসব সিদ্ধান্ত, ও সংকল্প সুপারিশ করা হয়েছিল, তা অনুসরণ করে ভারতেও পরিবেশগত বিভিন্ন আইন ও নিয়মাবলি স্থির করা হয়। জলসম্পদ যদিও রাজ্য তালিকাভুক্ত, তবুও জলবিষয়ক আইনি কেন্দ্রীয় আইন হিসেবে স্বীকৃত হয়। সংবিধানের 251 ধারা অনুযায়ী, জলসম্পদ বিষয়ে ভারতের সব রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে আইন-প্রণয়ন করা হয়।
এই জল (সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ) আইন থেকেই-1974 থেকেই গঠিত হয়েছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (Central Pollution Control Board) এবং প্রতিটি রাজ্যে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (State Pollution Control Board)। ■ কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ গঠন (Constitution of Central Pollution Control Board) ৪ জল (সংরক্ষণ এবং দূষণ নিয়ন্ত্রণ)
আইন 6, 1974-এর তৃতীয় অধ্যায় থেকে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ গঠিত হয়েছে।
Post Comment