শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের আবিষ্কার, প্রকাশ, রচনাকাল, রচনাবৈশিষ্ট্য। উজ্জাখ করে বাংলা সাহিত্যের ইতিহাসে এর গুরুত্ব বিশ্লেষণ করো 2024
উত্তরঃ চর্যাগীতির পর দীর্ঘ আড়াইশ বছরকাল বাংলা সাহিত্যে সেরূপ উল্লেখযোগ্য। কোনো সৃষ্টি দেখা যায় না। ত্রয়োদশ-চতুর্দশ শতাব্দীতে বাংলায় সেরূপ কিছু সাহিত্যও সৃষ্টি হয়নি। সমালোচকরা তাই এই সময়কে “অন্ধকার যুগ” বলেও অভিহিত করেন। তুর্কি আক্রমণ ও আধিপত্য শুরুর সময়ে বাংলার রাষ্ট্রিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে ভয়ানক বিপর্যয় ঘটে; সেই তুর্কি আক্রমণের পরবা অবলম্বন করে গড়ে উঠেছে…