সংক্ষিপ্ত টীকা লেখো: (ক) চন্দ্রাবতীর রামায়ণ, (খ) অদ্ভুত
উত্তর: (ক) চন্দ্রাবতীর রামায়ণ: কৃত্তিবাসী রামায়ণের প্রভাবে অনেক কবিই রামায়ণ অনুবাদ করেন। কৃত্তিবাসের পদাঙ্ক অনুসরণ করে শতাধিক কবি রামায়ণ রচনায় প্রয়াসী হন। সপ্তদশ শতাব্দীর প্রখ্যাত ‘মনসামঙ্গল’ কাব্য রচয়িতা দ্বিজবংশী বা বংশীদাস চক্রবর্তীর কন্যা চন্দ্রাবতী গীতিকাব্যের আকারে রামায়ণ রচনা করেন। তিনি ময়মনসিংহ জেলার পাটওয়ারী গ্রামের অধিবাসী। বংশীদাস চন্দ্রাবতী ও তাঁর প্রণয়ী জয়চন্দ্রের সাহায্যে মনসার ভাসান গান…