সেন্ট্রিফিউগেশন কি ! এর পদ্ধতি গুলি লেখ
সংজ্ঞা (Definition):
যে প্রক্রিয়ায় সেন্ট্রিফিউগেশন যন্ত্রের মাধ্যমে কোশীয় উপাদানগুলির মধ্যে অপকেন্দ্র বলের (centrifugal force) সৃষ্টি করে উপাদানগুলিকে পৃথক পৃথকভাবে অধঃক্ষিপ্ত বা পৃথক করা যায় তাকে সেন্ট্রিফিউগেশন বলে।
পদ্ধতি (Process):
প্রথমে কম অভিকর্ষজ গতিতে এবং পরে বেশি অভিকর্ষজ গতিতে নমুনাকে সেন্ট্রিফিউজ করা হয়। ফলে প্রথমে বড়ো কোশ-অঙ্গাণু এবং পরে ছোটো আকারের কোশ-অঙ্গাণুগুলি অধঃক্ষিপ্ত হয়। অধঃক্ষিপ্ত পদার্থের উপরে ভাসমান তরলকে সুপারন্যাটান্ট (supernatant) বলে। ঘূর্ণনের বিভিন্ন ধাপগুলি নিম্নরূপ-
(1) প্রথম ধাপের ঘূর্ণন: হোমোজিনেটকে 800 × g (800 গুণ অভিকর্ষজ বল) গতিতে 10 মিনিট ধরে ঘোরানো হয়। ফলে নিউক্লিয়াসগুলি অধঃক্ষিপ্ত হয় এবং অন্যান্য কোশ-অঙ্গাণুগুলি সুপারন্যাটাস্টে অর্থাৎ অধঃক্ষেপের ওপরের তলে অবস্থান করে।
(ii) দ্বিতীয় ধাপের ঘূর্ণন: প্রথম ধাপের ঘূর্ণনে পাওয়া সুপারন্যাটান্টকে 15,000 x g গতিতে 20 মিনিট ঘোরানো হয়। ফলে মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম ও পারঅক্সিজোম অধঃক্ষিপ্ত হয়।
(iii) তৃতীয় ধাপের ঘূর্ণন: এই ধাপে দ্বিতীয় ধাপের সুপারন্যাটান্টকে 100,000 × g গতিতে এক ঘণ্টা ঘোরানো হয়। ফলে কোশপর্দা ও এন্ডোপ্লাজমীয় জালিকা অধঃক্ষিপ্ত হয়।
(iv) চতুর্থ ধাপের ঘূর্ণন: এই ধাপে তৃতীয় ধাপের পাওয়া সুপারন্যাটান্টকে 200,000 × ৪ গতিতে তিন ঘণ্টা ধরে ঘোরানো হয়। ফলে, রাইবোজোম অধঃক্ষিপ্ত হয় এবং সুপারন্যাটান্টে সাইটোসোল থাকে। এইভাবে বিভিন্ন কোশ উপাংশগুলিকে পৃথক করা হয়।