In

সংজ্ঞা (Definition):

যে প্রক্রিয়ায় সেন্ট্রিফিউগেশন যন্ত্রের মাধ্যমে কোশীয় উপাদানগুলির মধ্যে অপকেন্দ্র বলের (centrifugal force) সৃষ্টি করে উপাদানগুলিকে পৃথক পৃথকভাবে অধঃক্ষিপ্ত বা পৃথক করা যায় তাকে সেন্ট্রিফিউগেশন বলে।

 

পদ্ধতি (Process):

 

 প্রথমে কম অভিকর্ষজ গতিতে এবং পরে বেশি অভিকর্ষজ গতিতে নমুনাকে সেন্ট্রিফিউজ করা হয়। ফলে প্রথমে বড়ো কোশ-অঙ্গাণু এবং পরে ছোটো আকারের কোশ-অঙ্গাণুগুলি অধঃক্ষিপ্ত হয়। অধঃক্ষিপ্ত পদার্থের উপরে ভাসমান তরলকে সুপারন্যাটান্ট (supernatant) বলে। ঘূর্ণনের বিভিন্ন ধাপগুলি নিম্নরূপ-

(1) প্রথম ধাপের ঘূর্ণন: হোমোজিনেটকে 800 × g (800 গুণ অভিকর্ষজ বল) গতিতে 10 মিনিট ধরে ঘোরানো হয়। ফলে নিউক্লিয়াসগুলি অধঃক্ষিপ্ত হয় এবং অন্যান্য কোশ-অঙ্গাণুগুলি সুপারন্যাটাস্টে অর্থাৎ অধঃক্ষেপের ওপরের তলে অবস্থান করে।

(ii) দ্বিতীয় ধাপের ঘূর্ণন: প্রথম ধাপের ঘূর্ণনে পাওয়া সুপারন্যাটান্টকে 15,000 x g গতিতে 20 মিনিট ঘোরানো হয়। ফলে মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম ও পারঅক্সিজোম অধঃক্ষিপ্ত হয়।

 

(iii) তৃতীয় ধাপের ঘূর্ণন: এই ধাপে দ্বিতীয় ধাপের সুপারন্যাটান্টকে 100,000 × g গতিতে এক ঘণ্টা ঘোরানো হয়। ফলে কোশপর্দা ও এন্ডোপ্লাজমীয় জালিকা অধঃক্ষিপ্ত হয়।

(iv) চতুর্থ ধাপের ঘূর্ণন: এই ধাপে তৃতীয় ধাপের পাওয়া সুপারন্যাটান্টকে 200,000 × ৪ গতিতে তিন ঘণ্টা ধরে ঘোরানো হয়। ফলে, রাইবোজোম অধঃক্ষিপ্ত হয় এবং সুপারন্যাটান্টে সাইটোসোল থাকে। এইভাবে বিভিন্ন কোশ উপাংশগুলিকে পৃথক করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

Studyoff100@gmail.com

Related Posts

National Film Awards 2024; Winners, nominees and highlights
In

National Film Awards 2024; Winners, nominees and highlights

National Film Awards 2024; Winners, nominees and highlights The National Film Award is given for outstanding contribution to cinema in India. A...

Read out all
In

Why You Should Consider Berberine Tablets, Whitening Glutathione, and Magnesium Supplements

In today’s chaotic world, it can be difficult to maintain optimal health and glowing skin. Fortunately, advances in food science have led...

Read out all
In

জীবদেহে বহুকোশীয়তার সুবিধা ও অসুবিধা লেখ

জীবদেহে বহুকোশীয়তার সুবিধা (Advantages of Multicellularity to the Organism):    এককোশী জীবদের তুলনায় বহুকোশী জীবেরা অনেক বেশি সুযোগসুবিধা ভোগ করে। এগুলি নীচে...

Read out all
In

england vs netherlands reaction

Introduction – Introduction to the historical rivalry and cultural significance of matches between England and the Netherlands. – Overview of how sports...

Read out all
Shouryaanga Parvam Trailer, Budget, Cast, and Other Details; Salaar Part 2 Release Date 2025

Shouryaanga Parvam Trailer, Budget, Cast, and Other Details; Salaar Part 2 Release Date: 2025

Date of Release for Salaar Part 2: Shouryaanga Parvam Trailer Time: Prashanth Neel’s South American sequel Salaar Ceasefire, Part I. At the...

Read out all
Information About The Release Date, Platform, And Location Of Bahishkarana On OTT

Information About The Release Date, Platform, And Location Of Bahishkarana On OTT

    Finally, the release date for Bahishkarana on OTT is arrived! For those who don’t know, Bahishkarana is the highly anticipated...

Read out all